ঢাকাFriday , 14 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গ্রেফতা

Link Copied!

 

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারকে গতরাত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়  ১৪ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার সময় আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি  আলী আমজাদ তালুকদারকে পুলিশ আটক করেছে। তবে, এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।আলী আমজাদ তালুকদার আজমিরীগঞ্জ উপজেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে, তার মনোনয়নপত্রে সম্পদ এবং মামলার তথ্য গোপন করার অভিযোগে প্রথমে তা অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরে তিনি হাইকোর্টে রিট করে মনোনয়নপত্রের বৈধতা পুনরুদ্ধার করেন।এছাড়া, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন   পরিষদের  সাবপক চেয়ারম্যান ছিলেন। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এবি এম মাঈদুল হাছান এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান  গ্রেফতারের বিষয়  নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানা থেকে একদল পুলিশ টিম ঢাকা উদ্দেশ্যে পাঠানো হয়েছে ।