ঢাকাFriday , 18 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ

আজমিরীগঞ্জ প্রেসক্লাবে ব্যালটে ১০ নতুন সদস্য নির্বাচিত

Link Copied!

 

 আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গঠনতন্ত্র মোতাবেক গণতন্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে দুই তৃতীয়াংশ ভোটে ১০ জন বিজয়ীকে প্রেসক্লাবের নতুন সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করনে এই গোপন ভোট অনুষ্টিত হয়। নতুন সদস্য পদে ২৫ জন প্রার্থী আবেদন করেছিলেন। তন্মধ্যে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ১০ জন প্রার্থী বিজয়ী হন। তারা হলেন, এনামুল হক মিলাদ, সেন্টু আহমেদ জিহান ,আশিকুর রহমান, কাওছার আহমেদ, সাইদুল ইসলাম বাহার, রুজেল আহমেদ, রনি পারভেজ, কনৌজ কান্তি ব্যানার্জী, হাবিবুর রহমান রিয়াদ ও আব্দুল মজিদ।
পরে ক্লাবের কার্যকরী সদস্য পদের একটি শুন্য পদে গোপন ভোটের মাধ্যমে কামরুল হাসান কুহিনকে নতুন কার্যকরী সদস্য অর্ন্তভুক্ত করা হয়।
নতুন সদস্য নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা শরীফ উদ্দিন চৌধুরী ও খালেদুর রশিদ ঝলক। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী।
যারা নির্বাচনে নতুন সদস্য অন্তর্ভুক্ত হতে নির্ধারিত দুই তৃতীয়ংশ ভোট পাননি তাদেরকে কিছুদিন পর প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা জানান।