ঢাকাFriday , 21 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবো না ইফতার ও দোয়া মাহফিলে,অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

Link Copied!

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দিরাই পৌর শহরের আজমল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলপুর্ব আলোচনায়, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কদ্দুসের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাংবাদিক ইমরান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও দিরাই শাল্লা আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকবে। ভাইয়ে ভাইয়ে মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনা মাধ্যমে যে কোন সমস্যা যাতে সমাধান করতে পারি। সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো। এক টেবিলে বসে, এক প্লেটে খাবার খাবো। একে অন্যের সুখদুঃখের অংশীদার হব। তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরীখেলাফত মজলিস কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য মাওলানা নুরুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, বিএনপি নেতা মানিক তালুকদার, কামরুল ইসলাম, জয়নুল হক চৌধুরী, সুমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।