ঢাকাMonday , 17 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জে আওয়ামী লীগ নেত্রী জোসনা চৌধুরী বিভিন্ন মামলায় গ্রেফতার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীকে বিষ্ফোরক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার  (১৬ ফেব্রুয়ারি)পুরে উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জোসনা চৌধুরী আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিগত ফেসিষ্ট সরকারের আমলে বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্বল ও অসহায় নারীদেরকে সংগঠিত করে সংগঠন তৈরি করে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়। তিনি নানাবিধ সংগঠন তৈরি করে সংগঠনের নামে দলীয় এমপি ও বিগত সময়ের তার নিজ এলাকার জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়ার নিকট থেকে প্রকল্প ও ফান্ড এনে তা যথাযথভাবে খরচ না করার ও গুঞ্জন রয়েছে।  তার বিরুদ্বে আশুগঞ্জ থানায় গত ২০ আগস্ট, ২০২৪ ইং তারিখের মামলায় তাকে গ্রেফতার করা হয়। আশুগঞ্জ থানার উপপরিদর্শক মহিউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জোসনা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনসহ বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।