ঢাকাThursday , 27 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিরাইয়ে পিএফজি’র আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্ট:

সুনামগঞ্জের দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি সম্প্রীতির দিরাই গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়।
দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর এ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কারী সামছুল ইসলাম খেজুরের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর, বিশেষ অতিথি বক্তব্য রাখেন- দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বিলাল আহমদ, গীতা পাঠ করেন শ্যামানন্দ চক্রবর্তী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।
উক্ত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডা. এফ.এম. বাবরা হ্যামলিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাফিক ইশমাম চৌধুরী।
সংলাপে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জল খান, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লক্ষী রানী তালুকদার, ব্র্যাকের এরিয়া ম্যানেজার নিপেশ কান্ত দেব, শিক্ষক নীলা রায়, রুবেনা আক্তার, মো. সাজ্জাদ আলী, নিলিমা রায়, রুবেনা আক্তার, পিএফজি সদস্য সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমদ, মহসিনা খাতুন রুমি, হাফছা বেগম, মজিদা খাতুন, আলী আহমদ খান, জাকেরিন আহমদ, মাওলানা আব্দুর রউপ, সাদিকুর রহমান সরদার, মাওলানা আনোয়ার, মাওলানা মনজুর আলম, হাফিজ আব্দুল অদুদ চৌধুরী, মাওলানা ইকবার, মাওলানা এনামুল হক, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক হিরনময় বর্ম্মন, শ্রী শ্রী কালি মন্দির দিরাই এর কোষাধ্যক্ষ অপু চৌধুরী, পুরোহিত নিরঞ্জন আচার্য, সুকেশ চক্রবর্তী, সিন্টু আচার্য্য, বিন্দু আচার্য্য, ইয়থের তানভীর চৌধুরী, মোছা. আলরিনাদ, ফাহমিদা শারমিন, নাদিম হাসান, আবু ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, মাহফুজ সরদার, সৌরভ মিয়া, আশরাফ উদ্দিন, লিপিকা বিশ্বাস, বাবলী, নাজিয়া সরদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সুত্রধর বলেন, আমার জানামতে সকল ধর্মেই শান্তির কথা বলা আছে। ধর্মের রীতিনীতি মেনে চললে অশান্তির কোন কারণ নেই। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, একটি ভাল কাজ আপনারা করছেন। আশা করি দিরাইয়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আপনাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের সবার মনে রাখতে হবে যে কেউ স্বাধীন ভাবে তার ধর্ম পালন করতে পারবে। কারণ রাষ্ট্র তাকে এ সুযোগ দিয়েছে। তিনি কার্যক্রমের সুফল কামনা করে এমন একটি ভাল উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দিরাই উপজেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ সব সময় কাজ করছে। কেউ যদি কোন আইন বিরোধী কাজ করে তবে পুলিশকে অবগত করার জন্য তিনি অনুরোধ জানান। এমন একটি ভাল কাজের জন্য তিনি পিএফজির সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শান্তি ও সম্প্রীতির দিরাই গড়তে সকলের দায়িত্বশীল ভুমিকা কামনা করেন।
ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌঁছে দিতে হবে। অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে শান্তি-সম্প্রীতির দিরাই গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্রে সংহতি প্রকাশ এবং স্বাক্ষর করেন।