সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর আঞ্চলিক সড়কের লৌলারচর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ মোবারক হোসেন (১৮) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মোবারক উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালককে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে রাত সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় বলে, গণমাধ্যমকে নিশ্চিত করেন নিহতের ফুফা মোঃ মাখন খান।
জানা যায়, নিহত ওই যুবক কয়েক মাস ধরে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। তিনি মোটরসাইকেলে উপজেলার মিলন বাজার থেকে শ্যামারচর যাওয়ার পথে লৌলারচর এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক আহত হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।