ইতালিতে বসবাসরত দিরাই উপজেলাবাসীর সংগঠন ‘দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি’র উদ্যোগে সুনামগঞ্জের দিরাইয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) দিরাই পৌর শহরের আজমল কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ মাওলানা আজিজুর রহমান।
এতে উপস্থিত ছিলেন- প্রবীণ আলেমে দ্বীন শায়খ মাওলানা হোসাইন আহমদ, দিরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, বিএনপি নেতা মাসুক মিয়া, জয়নুল হক চৌধুরী, মুহতামিম মাওলানা আব্দুল লতিফ, মাওলানা এবিএম নোমান, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সাংবাদিক উবায়দুল হক, দিপংকর বনিক, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, যুবদল নেতা রফিকুল ইসলাম চৌধুরী টিপু, সেলিম খান, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সম্মানিত সদস্য তারেক রহমান ও সহসাংগঠনিক সম্পাদক আলী হায়দার তালুকদারের যৌথ পরিচালনায় ভার্চুয়াল বক্তব্য দেন- সংগঠনের সভাপতি মো. শাকির তালুকদার, সাধারণ সম্পাদক মো. হামিম মিয়া তালুকদার।স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেল। উল্লেখ্য, দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি ২০১৫ ইং সনে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে এই সংগঠনটি।