ঢাকাThursday , 27 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের সকল থানাকে সুরক্ষিত রেখেছিল আনসার বাহিনী সুনামগঞ্জের সমাবেশে;মো. জিয়াউল হাসান

Link Copied!

কুলেন্দু শেখর তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধ

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ও ৫ আগস্টের পরে বাংলাদেশের সকল থানা সুরক্ষার দায়িত্ব নিয়েছিল আনসার বাহিনী। দেশের প্রতিটি রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার ছাদরে ডেকে রাখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান।

এ সময় তিনি আরো বলেন, আনসার সদস্যরা দেশের চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মতো যখন কেউ ছিল না তখন আনসার এগিয় এসেছে। দেশের চুরি ছিনতাই ডাকাতি রোধে পুলিশে সাথে কাজ করবে আনসার।

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন,সুনামগঞ্জের জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম প্রমুখ্।

সমাবেশ শেষে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য শ্রেষ্ট কয়েকজন সদস্যদের মধ্যে পুরষ্কার তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা,দলনেত্রী , ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।