গত ১৬ই ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় ” সুনামগঞ্জে এসপির ঘুষের হাট” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এসআইইউ লইয়ারর্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জে এসপির ঘুষের হাট” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ সুনামগঞ্জ এসআইইউ লইয়ারস এসোসিয়েশনের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে।
গত ২০ ফেব্রয়ারী বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এমন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উক্ত সংবাদে সুনামগঞ্জে “এসপির ঘুষের হাট” শিরোনামে সংবাদে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে সুনামগঞ্জ এসআইইউ লইয়ারস এসোসিয়েশন এর সদস্য জনাব এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে সম্পৃক্ত করা হয়েছে যা কোনভাবেই সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সুনামগঞ্জ এস আই ইউ লইয়ারর্স এসোসিয়েশন মনে করে।
সম্পূর্ণ প্রতিবেদনে সুনামগঞ্জের এসপির বিভিন্ন অপকর্মের কথা উল্লেখ করে উদ্দেশ্য প্রনোদিত ভাবে কোন ধরনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই “নাম প্রকাশে অনিচ্ছুক ” সুত্র উল্লেখ করে উক্ত সংবাদের কিছু কিছু জায়গায় এসআইইউ লইয়ারস এসোসিয়েশনের সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নাম ব্যবহার করা হয়েছে। যা তাকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেনস্থা করার শামিল এবং মানহানিকর।
উল্লেখ্য যে, সুনামগঞ্জ এসআইইউ লইয়ারর্স এসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব এডভোকেট নুরুল ইসলাম নুরুল অত্যন্ত সততা ও দক্ষতার সহিত তার রাজনৈতিক, সামাজিক এবং পেশাগত কর্মকান্ড অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করে আসছেন। কোনরূপ তথ্য প্রমাণ ছাঢ়া এধরনের মিথ্যা এবং মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এস আই ইউ লইয়ারর্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
বিবৃতিদাতাগণ হচ্ছেন এস আই ইউ লইয়ারস এসোসিয়েশনের সদস্য এডভোকেট আহাদ চৌধুরী জুয়েল, এডভোকেট সফিউল্লাহ, এডভোকেট মেহরাজ উদ্দিন, এডভোকেট ফয়ছল আহমেদ, এডভোকেট তায়েফ আল মাসুদ, এডভোকেট আব্দুর রৌফ, এডভোকেট আতিক, এডভোকেট আশিষ কান্তি দাস প্রমুখ।
এছাড়া এমন কাল্পনিক ও মিথ্যা সংবাদের প্রতিবাদের সাথে সংহতি জানিয়েছেন এডভোকেট শাহিনুর রহমান শাহিন, এডভোকেট নাজিম কয়েছ আজাদ, এডভোকেট রুবেল আহমেদ,এডভোকেট মামুনুর রশীদ, এডভোকেট দীপঙ্কর বনিক, এডভোকেট মুনির আহমেদ এডভোকেট এ টি এম সারোয়ার প্রমুখ। ##