অমর একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রথম প্রহরে শহীদদের স্মরণে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিণারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলায় কর্মরত সাংবাদিক সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার , উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির,প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান,দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমেদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ,প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপংকর বণিক,সাংবাদিক উবায়দুল হক, রবিনুর চৌধুরী, জন চন্দ্র সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিরাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,দিরাই থানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্রদল, খেলাঘর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।