মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো তরুণের উপলক্ষে শহরের দক্ষিন ইসলাম পুরের কৃতি সন্তান পৌর বিএনপি যুগ্ম আহবায়ক যুবদলের নেতা সাবেক সভাপতি সুলতান আহমেদ কর্মসূচিতে বুধবার ১২ই ফেব্রুয়ারি দুপুর তিনটার দিকে এশোডাউন সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর সাবেক বিএনপির নেতা সুলতান আহমেদ বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের কারণে বিএনপির নেতা–কর্মীরা ঘরে ঘুমাতে পারেননি। একেকজন নেতা–কর্মীর নামে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাবেক শেখ হাসিনা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন। ১৫ বছর ধরে ভারতের সহায়তায় আওয়ামী লীগ এই দেশে অত্যাচার ও গুম-খুন করেছে।’
গণসংবর্ধনা অনুষ্ঠিতটি আগে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, বেনার-ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে জেলা শহর লোকান্তরিত করে তুলেন। তারা শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সিনহা ভাই জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ এস্লোগানে মুখরিত করেন।
এ-সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।