ঢাকাSaturday , 22 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে শিরণির আয়োজন নিয়ে মত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 

শনিবার(২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের ছয়ালের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরভোগ গ্রামের বিএনপি নেতা নুর মিয়ার সাথে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আওয়ামীলীগ নেতা সুফি মিয়া ও আব্দাল মিয়া বলয়ের মধ্যে। গতকাল গ্রামে একটি শিরণির আয়োজন ঘিরে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকালে মাইকে ঘোষণা দিয়ে একই স্থানে শিরণিত আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এতে  উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।