ঢাকাFriday , 14 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ মার্ডার মামলার আসামী আলাউদ্দিন গ্রেফতার।

Link Copied!

অপারেশনে ৯ মার্ডার মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করলো পুলিশ।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
পুলিশের অভিযান চলাকালে ৯ মার্ডার মামলার এক পলাতক আসামী বানিয়াচং উপজেলার আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমান মাস্টার এর আপন ছোট্ট ভাই আলাউদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আলাউদ্দিন নাইন মার্ডার মামলার ১২৪নং আসামী যাত্রাপাশা গ্রামের মৃত রেজাক উল্বার পুত্র।পুলিশ সূত্রে জানাযায়,গত ৫ আগষ্ট
বৈষম্য বিরোধী এক দফা ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত সংঘর্ষে সাংবাদিক,পুলিশসহ ১০জনের প্রানহানী হয়।
এর মধ্যে ৯জনের হত্যার অভিযোগে নিহত এক শিশুর পিতা ৪৬০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার আসামী ছিলো গ্রেফতারকৃত আলাউদ্দিন। দীর্ঘ ৬ মাস পলাতক থাকার পর ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার নেতৃত্বে একদল পুলিশ যাত্রাপাশা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এছাড়াও অন্যান্য আসামী গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করার খবর পাওয়া যায়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)
গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে তিনি ব্যস্ত আছেন পরে এবিষয়ে বিস্তারিত জানাবেন। উল্লেখ্য,গত ৫ আগষ্টের ঘটনায় নিহত শিশুর পিতা ছানু মিয়া ৮টি হত্যার দায়দায়িত্ব নিয়ে নিজে ঘটনার ১৬দিন পর বাদী হয়ে সাবেক দুই এমপি,সাবেক দুই উপজেলা চেয়ারম্যান,আ’লীগ সমর্থীত
ইউনিয়ন চেয়ারম্যান ও আ’লীগ নেতৃবৃন্দের ১৬০ জনের নাম উল্লেখ করে ও অঞ্জাত ৩০০জনসহ মোট ৪৬০ জনকে আসামী করে ৯টি হত্যার অভিযোগ ২২আগষ্ট একটি মামলা করেন। মামলায় হবিগঞ্জ ০২-আসন বানিয়াচং আজমিরীগঞ্জ এর সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খানসহ আ’লীগ এর দুই সাংগঠনিক সম্পাদক, সাবেক ও বর্তমান দুই ইউনিয়ন চেয়ারম্যান সহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।