ঢাকাSunday , 23 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে ফসলরক্ষা বাঁধে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর মৃত্যু

Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি: 

সুনামগঞ্জের হাওররক্ষা বাঁধের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে আব্দুল্লাহ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর স্লুইচ গেইটের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই কিশোর সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
স্থানীয়রা জানান, হাওররক্ষা বাঁধের একটি কাজে ড্রাম ট্রাকে করে মাটি আনতে যায় ট্রাক চালক আব্দুল মুকিত ও তার ভাগ্না আব্দুল্লাহ। পরে সড়ক থেকে জমিতে নামতে গিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও তার ভাগ্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ নামের ওই কিশোরকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জানান, ফসলরক্ষা বাঁধের কাজে মাটি আনতে গিয়ে ড্রাম ট্রাক উল্টে চালকের ভাগ্না নিহত হয়েছেন। এ বিষয়ে এখনো লেখিত কোন অভিযোগ পাইনি।লেখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।