আজমিরীগঞ্জ থানা পুলিশের মাদক বিরুদ্ধী অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদসহ ০১ জন আসামীকে হাতে নাতে গ্রেফতার করে।
জানা যায়,
আজমিরীগঞ্জ থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় সময় এসআই কৌশিক মল্লিক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আজমিরীগঞ্জ পৌরসভার শরীফ নগর সাকিনস্থ রীমা কুঞ্জ নতুন বাড়ির সামনে অভিযান পরিচালনা করিয়া আজিম নগর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র মোঃ শহিদুল ইসলাম (৩৫)কে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেন।
এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈদূল হাছান বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।