শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোটার তালিকা তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ডাটাবেজ সুরক্ষা বিভাগের নামে অন্য কারো অধীনে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে Stand for NID কর্মসূচী পালিত হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে ইসির সব সেবা বন্ধ রেখে মানববন্ধন করেছেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীরা।
বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করে।
এতে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল খায়ের। কর্মসূচীতে অংশগ্রহন করেন ডাটা এন্ট্রি অপারেটর তাপস রঞ্জন তালুকদার, মশিউর রহমান, স্ক্যানিং অপারেটর সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।