ঢাকাMonday , 21 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. মতবিনিময় সভা
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ

সেফটির হাওরে হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

admin
April 21, 2025 7:12 am
Link Copied!

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেফটির হাওরে এবার হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি ধান হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক৷ এ উপলক্ষে উপজেলার করিমপুর গ্রামের কৃষক মোঃ কাওছার আহমেদ এর হীরা-৯ জাতের হাইব্রিড ধানের উপর ‘মেগা মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪ টায় স্বনামধন্য বীজ কোম্পানী ‘সুপ্রীম সীড’ কোম্পানী লিমিটেডের আয়োজনে করিমপুর গ্রামের সেফটির হাওরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠদিবসে উচ্ছ্বাস প্রকাশ করে কৃষকরা জানান,  হীরা-৯ জাতের হাইব্রিড ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তারা। আগামীতেও তারা এ জাতের ধান চাষ করবেন। উচ্চ ফলনশীল হওয়ার কারণে এই ধান তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

আদর্শ কৃষক মনফর আলীর সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনায় মেগা মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জোনাল ম্যানেজার মো. মাসুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ আলম বলেন,  হীরা-৯ জাতের ধানে কোন চিটা নেই।  এই জাতের ধানে অন্য যে কোনো হাইব্রিড ধানের তুলনায় বেশি ফলন হয়। তিনি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য  হীরা-৯ জাতের ধানের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন৷

মাঠ দিবসে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন আলম, সিনিয়র সেলস অফিসার কৃষিবিদ ইকবাল হোসেন, ডিলার মোঃ কাওছার আহমেদ চৌধুরী, কৃষক মো. শাহিন মিয়া, ঝিলিক মিয়া, আহাদ মিয়া প্রমুখ।

আলোচনা সভার পর মেগা মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকদের মধ্যথেকে ১০ জন আদর্শ কৃষককে সুপ্রীম সীডের পক্ষথেকে পুরস্কৃত করা হয়।